আবারও লড়াইয়ের জন্যে প্রস্তুত মাইক্রোসফট ও গুগল

মাইক্রোসফট ও সার্চ ইঞ্জিন গুগলের মধ্যে ছয় বছর মেয়াদী একটি চুক্তি শেষ হয়ে গেছে। ফিন্যান্সিয়াল টাইমস ও ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি ২০১৫ সালে একটি চুক্তির মাধ্যমে নিজেদের মধ্যে বিবাদ বন্ধ করে এবং এ বছরের এপ্রিলে চুক্তিটি শেষ হয়েছে।

২০১২ সালে মাইক্রোসফট বেশ কিছু আক্রমণাত্মক বিজ্ঞাপন তৈরি করে, যেখানে গুগলকে রাজনৈতিক প্রতিপক্ষের মতো দেখা হয়েছে। সেগুলো বেশ সমালোচনা শিকার হয়।

‘স্ক্রোগোল্ড’ নামে পরিচিত ২০১২ সালের ওই ঘটনার পর উভয় প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদরা প্রকাশ্যে একে অপরের সমালোচনা করে।

তবে, আইনি চুক্তির কারণে বিগত বছরগুলোতে তাদের মধ্যে এ ধরনের আচরণ দেখা যায়নি। গুগলের বিরুদ্ধে গত বছর যুক্তরাষ্ট্র সরকার মামলা করার পর সে বিষয়ে মাইক্রোসফট একদম চুপ ছিল।

তবে, চুক্তি শেষ হওয়ায় মাইক্রোসফট ও গুগল আবার বিরোধী অবস্থানে চলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের অনেকেই।

যেমন: অস্ট্রেলিয়ায় গুগলকে কনটেন্টের মূল্য পরিশোধের বিষয়ে করা আইন মাইক্রোসফট প্রকাশ্যে সমর্থন করেছে। এদিকে, গুগল এ বছরের শুরুতে মাইক্রোসফটের ‘ওপেন ওয়েবের কাজের পদ্ধতি পরিবর্তনের’ তীব্র সমালোচনা করেছে।

দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতে, মাইক্রোসফট-গুগলের চুক্তি সংস্থা দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যে করা হয়েছিল। উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালানোর উপায় খুঁজছিল মাইক্রোসফট। তবে, তা কার্যকর হয়নি। উইন্ডোজ ১১-তে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালানোর জন্যে মাইক্রোসফট অ্যামাজনের সাহায্য নিয়েছে।

২০১৫ সালের চুক্তির আগে মাইক্রোসফট ও গুগলের মধ্যে বেশ কিছু উত্তপ্ত লড়াইয়ের ঘটনা ঘটেছিল এবং উভয়ের সম্পর্ক আবারও সেদিকে যাওয়ার সম্ভাবনা আছে। ২০১৩ সালে উইন্ডোজ ফোনের সময় ইউটিউব নিয়ে মাইক্রোসফট ও গুগলের মধ্যে একটি তীব্র দ্বন্দ্ব হয়েছিল। দুই সংস্থার মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও উইন্ডোজ ফোনের জন্যে মাইক্রোসফটের ইউটিউব অ্যাপ্লিকেশন গুগল আটকে দিয়েছিল।

‘স্ক্রোগোল্ড’ চলাকালে উভয় সংস্থাতেই নতুন নেতৃত্বসহ মাইক্রোসফট ও গুগলের অনেক কিছু বদলেছে। এ বছরের গোড়ার দিকে মাইক্রোসফটের ওপর গুগলের আক্রমণ জানিয়ে দিয়েছে যে আবারও লড়াইয়ের জন্যে উভয়েই প্রস্তুত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 ripped apart

Protesters last night torched and tore down parts of the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman, after calls in social media for demolishing what they said was a “pilgrimage site of fascism”.

7h ago