শ্রীলঙ্কায় জাহাজ বিস্ফোরণ: উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী

শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসা মৃত কচ্ছপ। ছবি: রয়টার্স

বিপজ্জনক রাসায়নিক বহনকারী জাহাজে আগুন লেগে ডুবে যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে কয়েকশ মৃত সামুদ্রিক প্রাণী।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জুনের শুরুতে কলম্বো উপকূলে এক্স-প্রেস পার্ল নামের একটি জাহাজ ডুবে যায়। ওই জাহাজটি কয়েক টন তেল নিয়ে যাচ্ছিল। পথে আগুন ধরে যাওয়ার কয়েকদিন পর জাহাজটি ডুবে যায়।

এই ঘটনার এক মাস পার হতেই শ্রীলঙ্কা উপকূলে সামুদ্রিক বিপর্যয় দেখা গিয়েছে।

সম্প্রতি দেশটির একটি আদালতকে জানানো হয়েছে, সমুদ্র উপকূলে ভেসে আসা ১৭৬টি কচ্ছপ, ২০টি ডলফিন ও চারটি তিমির মরদেহ পাওয়া গেছে।

শ্রীলঙ্কার পরিবেশমন্ত্রী মাহিন্দা অমরাভিরা জানিয়েছেন, বছরের এই সময়ে সামুদ্রিক প্রাণী মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়।

সাংবাদিকদের তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমী বৃষ্টিপাতের সময় কখনো সামুদ্রিক প্রাণীদের এইভাবে মারা যেতে দেখা যায়নি। এসব মৃতদেহের বেশিরভাগই পাওয়া গেছে সরাসরি পশ্চিম উপকূলে, যেটি জাহাজটির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

বিশেষজ্ঞদের আশঙ্কা, তেলবাহী জাহাজটি আগামী কয়েক দশক ধরে পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।

বিবিসি জানায়, গত ২০ মে এক্স-প্রেস পার্ল নামের জাহাজটিতে আগুন ধরে যায়। সেসময় জাহাজে ২৭৮ টন বাংকার জ্বালানি তেল ও ৫০ টন গ্যাস তেল ছিল। এছাড়া এতে অন্যান্য রাসায়নিক ও কসমেটিকের পাশাপাশি ২৫ টন নাইট্রিক অ্যাসিড ছিল।

একটি পরিবেশবাদী গ্রুপ কয়েক দিন আগে জানিয়েছে, জাহাজটির কার্গো ওই এলাকার জন্য ‘রাসায়নিক স্যুপ’ হয়ে ওঠার ঝুঁকি রয়েছে।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

10h ago