আবু ত্ব-হা ও ২ সঙ্গীকে আদালতের নির্দেশে ছেড়ে দিলো পুলিশ
আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গী রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ছাড়া পান তারা। এর আগে, রাত ৯টার দিকে তাদের আদালতে নিয়েছিল পুলিশ।
রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার আবু মারুফ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই তিন জনের ছাড়া পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আদালত তাদের কাছ থেকে নিখোঁজ থাকার বিষয়ে জানতে চেয়েছেন। সেসময় তারা আদালতের কাছে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আদালত তাদেরকে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তাই আমরা তাদের ছেড়ে দিয়েছি।’
তারা এখন কোথায় যাবেন? জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা কে কোথায় যাবেন, কী করবেন, তা আমরা বলতে পারব না।’
এর আগে, তাদেরকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালতে নেওয়া হয় বলে জানান আবু মারুফ হোসেন। সেসময় তিনি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘যেহেতু তাদের নিখোঁজ থাকার বিষয়ে জিডি করা আছে, সেজন্য তাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে।’
‘এ বিষয়ে যা করণীয়, তা আদালতই ঠিক করবেন,’ বলেন তিনি।
এর আগে, সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে তাদেরকে আবার থানায় নিয়ে আসা হয়।
ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আবু ত্ব-হা তার সঙ্গীদের নিয়ে গাইবান্ধায় আত্মগোপনে ছিলেন।
আজ দুপুর দেড়টার দিকে আবু ত্ব-হার খোঁজ পেয়ে রংপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
গত ১০ জুন দুজন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরপর আবু ত্ব-হার সন্ধান পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেন তার স্ত্রী সাবিকুন্নাহার। গত ১৬ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবু ত্ব-হার খোঁজ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানান সাবিকুন্নাহার।
আরও পড়ুন:
আবু ত্ব-হা ও ২ সঙ্গীকে আদালতে নিয়েছে পুলিশ
ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা: ডিবি
আবু ত্ব-হাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে
‘কারা তাকে নিয়ে গিয়েছিল’ ত্ব-হার থেকে জানার চেষ্টা করছে রংপুর পুলিশ
ত্ব-হার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রী সাবিকুন্নাহারের আবেদন
আবু ত্ব-হা'র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি
Comments