শাহিদা জহির মারা গেছেন
শাহিদা জহির রতনা মারা গেছেন। গত ১৩ জুন নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শাহিদা জহিরের মরদেহ রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি ছেলে, দুই বোনসহ আরও স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শাহিদা জহিরের স্বামী ছিলেন প্রয়াত আইনজীবী ব্যারিস্টার ড. এম জহির। তিনি মৃত হালিমুর রহমান ও তাহেরা খাতুনের মেয়ে।
রাজধানীর হলিক্রস থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেন শাহিদা জহির। তিনি ইংরেজি বিষয়ে শিক্ষকতাও করতেন।
Comments