১ লাখ ঘনফুটের বেশি গাছ কাটা হয়েছে বান্দরবানের দুর্গম অরণ্যে

বান্দরবানের গভীরে অবৈধভাবে উজাড় করা হচ্ছে বন। মারাত্মক হুমকির মুখে আছে এই বনের জীববৈচিত্র্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। থানচি ও রুমা উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী বনের গহীনে গত কয়েক বছর ধরে এই ধ্বংসযজ্ঞ চলছে। এ বিষয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্টার নিউজ+ এর এই ভিডিওতে থাকছে প্রতিবেদনটির পেছনের গল্প।

Comments