লবণাক্ত জমিতে অভাবনীয় কৃষি সাফল্য
বহু বছর ধরে উপকূলীয় খুলনার কৃষকদের জন্য অভিশাপ ছিল মাটির অতিরিক্ত লবণাক্ততা। বিস্তীর্ণ জমি চোখের সামনে রেখেও চাষের জমির জন্য ছিল হাহাকার।
সেই লবণাক্ত মাটি থেকেই এখন ফসল ঘরে তুলছেন উপকূলীয় এ অঞ্চলের কৃষক। কৃষকদের এ বিস্ময়কর সাফল্যের গল্প নিয়ে থাকছে আজকের স্টার নিউজ+।
Comments