সেতুর ফুটপাতে ধাক্কা খেয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর ফুটপাতের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন--নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার মো. শায়র (২০) ও মুন্সিগঞ্জ সদরের চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকার অমি (২১)। অমি সরকারি হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শায়র ঢাকার উত্তরা কলেজের শিক্ষার্থী।
মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে রেজিস্ট্রেশন ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে ওই দুই যুবক মুন্সিগঞ্জ আসছিলেন। পথিমধ্যে মুক্তারপুর সেতুর ফুটপাতের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শায়র নিহত হন।
অমিকে আহতাবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা বজলুর রহমান।
Comments