সুন্দরবনের সুরক্ষায় কী করছি?
গত কিছুদিনের মধ্যে তিন বার আগুন লেগেছে সুন্দরবনে। গত ১৯ বছরে এই বনে আগুন লেগেছে ২২ বার। আইন অমান্য করে পশু শিকার, কয়লার জাহাজ ডুবি, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, নির্বিচারে গাছ কাটা এসব যদি চলতেই থাকে তাহলে আর কতদিন সুন্দরবনকে টিকিয়ে রাখা সম্ভব হবে?
সুন্দরবনের আগুন লাগা, দূষণ এবং আরও নানা বিষয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমের আজকের পর্বে নাজিবা বাশার কথা বলছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার ও পরিবেশ সাংবাদিক পিনাকী রায়ের সঙ্গে।
Comments