আগামীকাল থেকে ব্যাংক খোলা ১০টা-২টা
ঈদুল ফিতরের আগে গ্রাহকদের সুবিধার্থে আগামীকাল থেকে ব্যাংকগুলোকে ব্যাংকিংয়ের সময় এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
তবে, ব্যাংকের শাখাগুলো তাদের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।
করোনা সংক্রমণ রোধে সরকার ১৬ মে পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের পর এ নির্দেশনার কথা জানাল বাংলাদেশ ব্যাংক। এসময় পর্যন্ত সীমিত আকারেই ব্যাংকিং কার্যক্রম চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের।
Comments