সঠিকভাবে মাস্ক না পরলে ঝুঁকি আড়াই গুণ বেশি
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কার্যকরভাবে সহায়তা করে মাস্ক। তবে, ভুলভাবে মাস্ক পরলে তা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করতে পারে না।
সঠিকভাবে মাস্ক পরিধানকারীদের চেয়ে ভুলভাবে পরিধানকারীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আড়াই গুণ বেশি থাকে। আর যারা বাড়ির বাইরে গেলে কখনোই মাস্ক পরেন না, তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে শতভাগ।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক সমীক্ষা থেকে এসব তথ্য জানা গেছে।
১৪৮ জন করোনা পজিটিভ ও ২৪৫ জন নেগেটিভ ব্যক্তির ওপর গত ১ থেকে ২০ এপ্রিলের মধ্যে সমীক্ষাটি পরিচালনা করা হয়। দুটি দল থেকেই তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের পর দেখা যায়, সংক্রমণ থেকে সুরক্ষা দিতে মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, করোনার বিস্তার পুরোপুরি কমিয়ে আনতে মানুষকে ফেস মাস্ক ব্যবহার করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সংক্রমণ রুখতে মাস্কের গুরুত্ব প্রমাণিত।’
তিনি বলেন, ‘সরকার লকডাউন তুলে দিবে। কিন্তু, মানুষের সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। কোনো এলাকার লোকজন যদি মাস্ক না পরে, তাহলে ওই এলাকায় লকডাউন দেওয়া উচিত।’
মাস্কের ব্যবহার সংক্রমণ ও টিকার প্রয়োগ মৃত্যু কমাবে বলেও উল্লেখ করেন অধ্যাপক সায়েদুর রহমান।
করোনা সংক্রমণ কমাতে সরকার ইতোমধ্যে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ক্রমাগত বলে যাচ্ছে, টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় দেখা গেছে, কাপড় ও সার্জিক্যাল মাস্ক— দুটো একসঙ্গে পরলে তা মুখে ভালোভাবে ফিট হয় এবং বাতাসের লিকেজ রুখতে পারে।
আরও পড়ুন:
Comments