হাওরে বিরূপ আবহাওয়া সতর্কতায় দ্রুত ধান কাটতে মাইকিং
বিরূপ আবহাওয়া থেকে বোরো ধান বাঁচাতে দ্রুত ধান কাটতে মাইকিং করা হচ্ছে সিলেট বিভাগের হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়। আজ সোমবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের পালেরমুড়া এলাকায় উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হয়।
আবহাওয়া অফিস সূত্র জানায়, সামনের দিনগুলোতে ঘূর্ণিঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
যোগাযোগ করা হলে কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন দ্য ডেইলি স্টারকে জানান, ঝড়-বৃষ্টির কারণে উপজেলায় খেতের বোরো ধানের ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক দূর্যোগে পুরো ফসল যেন নষ্ট না হয়, সেজন্য মাইকিং চলছে।
'আমরা প্রতিদিন মাইকিং এর জন্য শিডিউল করে দিয়েছি,' বলেন তিনি।
আজ উপজেলার হাকালুকি হাওর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিতে পাকা ধানের ছড়া বাতাসে নুয়ে পড়েছে। সকালে কৃষকরা ধান কাটতে জমিতে চলে এসেছেন।
কৃষক সাদিক মিয়া বলেন, 'প্রায় প্রতি রাতে বৃষ্টি হচ্ছে। বোরো ধান যেন আরও পোক্ত হয় সেজন্য অপেক্ষা করছেন অনেকে। কিন্তু বৃষ্টি দেখে ভয় হয়। তবে কৃষি বিভাগের মাইকিং এর কারণে অনেকেই বোরো ধান কাটতে উৎসাহিত হচ্ছেন।
যোগাযোগ করা হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী বলেন, 'চলতি মৌসুমে সিলেট বিভাগের চার জেলার আওতাধীন হাওর অঞ্চলসহ চার লাখ ৮৩ হাজার ৭০৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এক দশমিক ৯৩ মিলিয়ন টন ধানের লক্ষ্যমাত্রা আছে।'
তিনি জানান, ২৫ শতাংশেরও বেশি জমি থেকে ইতোমধ্যে ফসল সংগ্রহ করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে বাকি ফসল সংগ্রহ করা হবে।
'বোরো চাষিদের দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির হাত থেকে পাকা ধান রক্ষা করতে কৃষকদের সাবধান করে মাইকিং করা হচ্ছে,' বলেন তিনি।
Comments