মুজিব বর্ষের সেরা করদাতা কাউছ মিয়া

Kaus Mia.jpg
কাউছ মিয়া। স্টার ফাইল ফটো

মুজিব বর্ষের সেরা করদাতা হিসেবে কাউছ মিয়াকে গতকাল সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পুরান ঢাকার ৯০ বছর বয়সী এই ব্যবসায়ী ১৯৫৮ সাল থেকে কর দিয়ে আসছেন।

জনগণকে কর প্রদানে অনুপ্রাণিত করতে ২০১০-১১ অর্থবছরে কর কার্ড চালুর পর থেকে তিনি সর্বোচ্চ করদাতা তালিকায় শীর্ষে আছেন।

এই কয়েক বছরে কাউছ মিয়াকে ১৪ বার সম্মাননা প্রদান করেছে এনবিআর। ২০১৬-১৭ অর্থবছরে তার পরিবার পেয়েছে কর বাহাদুর পরিবার স্বীকৃতি।

১৯৩১ সালের আগস্টে চাঁদপুরে জন্ম নেন কাউছ মিয়া। কিশোর বয়সে তিনি ব্যবসায় নামেন। তিনি ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। বর্তমানে ৪০ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি।

২০১৯-২০ অর্থবছরে ব্যবসায়ী শ্রেণিতে তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

এনবিআর সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে ক্রেস্ট, একটি লিখিত সম্মাননা এবং ফুল নেওয়ার পর কাউছ মিয়া বলেন, ‘আমার ৭১ বছরের ব্যবসায়িক জীবনে আজকের মতো এত খুশি হইনি।’

কাউছ মিয়া জানান, ব্যবসার প্রয়োজনে তিনি কখনো ব্যাংক থেকে ঋণ নেননি।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, নিজস্ব দায়িত্ব ও প্রতিশ্রুতি বোধের কারণে প্রতিবছর প্রচুর পরিমাণে কর দিয়ে আসছেন কাউছ মিয়া।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

8h ago