রবিনহুড বাহিনীর বিড়াল উদ্ধারে ড্রোন অভিযান

Robinhood.jpg
‘রবিনহুড দ্য এনিমেল রেসকিউয়ার’ টিমের সদস্যরা। ছবি: সংগৃহীত

আজিমপুর সরকারি কলোনির একটি ২০ তলা ভবন। তৎপর ‘রবিনহুড দ্য এনিমেল রেসকিউয়ার’ টিম। আকাশে উড়ছে ড্রোন। কী ঘটছে, কেন ড্রোন? জনতার ভিড় বাড়ছে। বাড়ছে প্রশ্ন। কীসের সন্ধানে এই অভিযান?

ড্রোন ক্যামেরায় দৃশ্যমান কিছু একটা। হঠাৎ চিৎকার, রহস্যের সন্ধান মিলেছে। ‘রবিনহুড দ্য এনিমেল রেসকিউয়ার’ সদস্যরা ছুটছেন ২০ তলা ভবনের ছাদে।

ততক্ষণে জানা গেল একটি পোষা বিড়াল উদ্ধারে এই অভিযান। ড্রোনের সহায়তায় ২০ তলা ভবনের ১৬ তলার কার্নিশে আটকে পড়া বিড়ালের অবস্থান শনাক্ত করেছেন ‘রবিনহুড দ্য এনিমেল রেসকিউয়ার’ সদস্যরা। এবার তারা সেটিকে উদ্ধার করতে যাচ্ছেন।

ঘটনাটি আজ রোববার বিকালের। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিড়ালটিকে উদ্ধার করতে যান ‘রবিনহুড দ্য এনিমেল রেসকিউয়ার’ টিম।

টিমের প্রধান আফজাল খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুরে আজিমপুরের মো. মাহি ৯৯৯ নম্বরে ফোন করে ভবনের কার্নিশে তার পোষা বিড়াল আটকে পড়ার খবর দেন। পরে বিষয়টি পুলিশ আমাদের জানালে আমিসহ টিমের ১০-১২ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে বিড়ালটিকে উদ্ধার করি।’

Cat Rescue.jpg
ড্রোনের সাহায্যে অবস্থান নিশ্চিত হয়ে বিড়ালটিকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

‘মাহি আজ বাসা পরিবর্তন করছিলেন। হঠাৎ ২০ তলা বিল্ডিংয়ের ১৬ তলার জানালার কার্নিশে আটকা পড়ে বিড়ালটি। মাহি অনেক চেষ্টা করেও সেটিকে উদ্ধার করতে পারেননি। কারণ বিড়ালটিকে দেখা যাচ্ছিল না। পরে আমরা ড্রোনের সাহায্য নিয়ে বিকাল ৩টার দিকে এর অবস্থান শনাক্ত করি’, বলেন তিনি।

‘রবিনহুড’ নামে পরিচিত আফজাল খান আরও বলেন, ‘আমাদের এক সদস্য ছাদ থেকে দড়ির সাহায্যে নিচে নেমে বিড়ালটিকে উদ্ধার করেন। পরে আমরা সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেটিকে মাহির কাছে হস্তান্তর করি।’

Comments

The Daily Star  | English
fire at Secretariat

Secretariat fire sabotage or accident still not known: Fire service DG

Muhammad Jahed Kamal, director general of the Fire Service and Civil Defence, today said the cause of the devastating fire at Building No. 7 of the Bangladesh Secretariat still remains unknown

1h ago