বিএসজেএর সভাপতি সাইদুজ্জামান, সেক্রেটারি আনিসুর
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাইদুজ্জামান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের আনিসুর রহমান পল্টু। একই দিন সকাল ১১টায় অ্যাসোসিয়েশনটির ১৮তম দ্বিবার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিএসজেএর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ ভোটের ব্যবধানে জয়ী হন সাইদুজ্জামান। তবে সাধারণ সম্পাদক পদে বেশ সহজেই জিতেছেন আনিসুর। জিতেছেন ২৬ ভোটের ব্যবধানে।
এদিন নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতির ৩টি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সৈয়দ সাইদুর রহমান শামীম, গ্লোবাল স্পোর্টস ডট কমের রায়হান-আল-মুঘনি ও এনটিভির বর্ষণ কবীর।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব বৈশাখী টেলিভিশনের এস এম সুমন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের মাজহার উদ্দিন অমি।
এছাড়া কার্যনির্বাহী নির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের মিনহাজউদ্দিন খান, ফ্রিল্যান্সার সামিনা রশ্মি, চ্যানেল টুয়েন্টি ফোরের সামিউল হক টিটু, যমুনা টিভির মানজুর মোরশেদ, যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল ও বাংলা ট্রিবিউনের রবিউল ইসলাম।
এদিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরী। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম টিপু।
Comments