বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, অভিযুক্ত উ. কোরিয়ার হ্যাকার

north koreas hackers
(বাম থেকে) অভিযুক্ত হ্যাকার পার্ক জিন হিয়ক, কিম ইল ও জন চ্যাং হিয়ক। ছবি: ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অভিযোগ অভিযুক্ত হয়েছেন উত্তর কোরিয়ার হ্যাকার।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার উত্তর কোরিয়ার তিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।

তাদের বিরুদ্ধে হ্যাকিংয়ের মাধ্যমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে পার্ক জিন হিয়কের বিরুদ্ধে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালে সনি পিকচারস হ্যাক করার অভিযোগও রয়েছে।

২০১৮ সালে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে এই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, এই তিন জন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের সাইবার নিরাপত্তায় তথা হ্যাকিং এর কাজে নিয়োজিত ছিলেন।

এর আগে তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়া, রাশিয়া ও চীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির অভিযোগ আনা হয়েছিল।

জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago