চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ১,৬৪২ রোহিঙ্গা
চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের পথে রওনা হয়েছেন ১ হাজার ৬৪২ রোহিঙ্গা।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে সাতটি নৌযানে করে তাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন লেফটেনেন্ট কমান্ডার এমকে জামান শামীম।
তিনি বলেছেন, এছাড়াও দুটি জাহাজ, দুটি প্রহরা নৌকা ও চারটি দেশীয় নৌকা রয়েছে এই যাত্রায়।
গতকাল শাহ পরান ও শাহ মখদুম জাহাজে করে ১ হাজার ১৯টি লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার রোহিঙ্গাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। সেখানে বিএফ বেজ জহুরে তারা অবস্থান করেছিলেন।
ভাসানচরে বাংলাদেশ নৌবাহিনী তিন হাজার ১০০ কোটি টাকা সরকারি খরচে রোহিঙ্গাদের জন্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে।
গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতন শুরু হলে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেন। এর আগে নির্যাতনে শিকার হয়ে প্রায় তিন লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছিলেন।
Comments