নতুন মাইলফলকের জন্য ঘাম ঝরাচ্ছেন জহির?
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। এবার ফরিদ আহমেদ খানের নেতৃত্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি।
চ্যাম্পিয়নশিপে গত মৌসুমে মাত্র ১৯ বছর বয়সে ৩২ বছরের পুরনো ৪০০ মিটার স্প্রিন্ট রেকর্ডটি ভেঙে দেওয়ার পর এবার জহিরের চোখ তার আগের সেরা ৪৬.৮৬ সেকেন্ডকে ছাড়িয়ে যাওয়া।
৪০০ মিটার স্প্রিন্টের পাশাপাশি ২০০ মিটার স্প্রিন্টেও অংশ নিয়েছেন জহির। আগামী বছরের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেওয়া নয় নৌবাহিনীর স্প্রিন্টারের মধ্যে একজন তিনি।
Comments