কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত

irfan selim
ইরফান সেলিম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তার বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নৌ বাইনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগে মামলা হওয়ায় এবং বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে দণ্ডিত হওয়ায় তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, আজ বিকেলে ইরফানের কারাদণ্ডের বিষয়ে স্থানীয় সরকার বিভাগে একটি চিঠি পাঠায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ২ ও ১৩ ধারার অধীনে নৈতিক স্খলন ও অসদাচরণের বিধানে কাউন্সিলর ইরফানের বিরুদ্ধে অভিযোগ থাকায়, এই আইনের ১২ ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়।

গতকাল পুরান ঢাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের একটি বাড়িতে অভিযানের পর অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে দেড় বছরের এবং ওয়াকিটকি বহন করার দায়ে তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ছয় মাসের কারাদণ্ড দেন র‍্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।

Comments

The Daily Star  | English

5 dead bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

18m ago