বাবাকে হারানোর পর অপরাজেয় খাবিবের আচমকা অবসর
মিক্সড মার্শাল আর্টে খাবিব আব্দুলমানাপোভিচ নুরমাগোমেদভ কিংবদন্তি নাম। জীবনে ২৯ ম্যাচ খেলে কখনই হারের মুখ দেখেননি। ৩২ বছর বয়েসী এই ইউএফসি তারকা খেলা চালিয়ে যেতে পারতেন আরও। কিন্তু জীবনের শেষ ম্যাচ জিতে হুট করেই অবসর নিয়ে নেন তিনি।
এই রুশ তারকার বাবা আব্দুলমানাপোভিচ গত জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান । বাবা ছিলেন তার কোচও। তার সবগুলো ম্যাচে রিংয়ের বাইরে উপস্থিত থাকতেন তিনি।
বাবাকে হারানোর পর তাই মুষড়ে পড়েন খাবিব। তার মা বলেছিলেন আর খেলা চালিয়ে যাওয়ার দরকার নেই।
মাকে কথা দিয়েছিলেন সেটাই হবে। শনিবার আবুধাবিতে জাস্টিন গেইটজেকে হারিয়ে দিয়ে জানিয়ে দেন নিজের বিদায়ের কথা।
বিদায় বেলায় আবেগময় বার্তায় খাবিব জানান মাকে দেওয়া কথা রেখেছেন তিনি, ‘আজ আমি আমার শেষ লড়াইয়ে নেমেছি। আমি এই পর্যন্ত আসতেই পারতাম না যদি না আমার বাবা থাকতেন।’
‘এই ম্যাচটা যখন এলো আমি আমার মার সঙ্গে তিনদিন ধরে কথা বলেছি। তিনি চাননি বাবাকে ছাড়া আমি আর খেলি। আমি তাকে বলেছিলাম এটাই আমার শেষ ম্যাচ। আমি তাকে কথা দিয়েছিলাম।’
প্রতিপক্ষ জাস্টিনকেও ধন্যবাদ দেন খাবিব, ‘অনেক ধন্যবাদ জাস্টিন। আমি জানি তুমি সেরা। সবার প্রতি খেয়াল রাখ। বাবা-মায়ের পাশে থেক। কারণ তুমি জান না কাল কি হবে। ধন্যবাদ সবাইকে।’
Comments