রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৩৬ জন
রূপালী ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষ হলো। আজ বুধবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৩৬ জন।
এ মাসের ১৩ সেপ্টেম্বর ডেইলি স্টারে এই নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রিতা নিয়ে ‘রূপালী ব্যাংকের এক নিয়োগ পরীক্ষাতেই ৪ বছর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে জানান যে তারা চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আজ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই ফল প্রকাশ করায় স্বস্তি প্রকাশ করেছেন। এর আগে প্রার্থীরা জানিয়েছিলেন, নিয়োগ বিজ্ঞপ্তির চার বছর পেরিয়ে গেলেও রূপালী ব্যাংকের ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। বিশেষ করে মৌখিক পরীক্ষার সাত মাস পরও চূড়ান্ত ফলের জন্য তাদের অপেক্ষায় থাকতে হয়।
ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭৩৬টি পদের বিপরীতে ২০১৬ সালের ৩ আগস্ট রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ সময় ছিল ২৩ আগস্ট। ৬০ হাজার ২৪২ জন তাতে আবেদন করেন।এই বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর পর ২০১৯ সালের শেষে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে উত্তীর্ণ হন ১০ হাজার ১১৯ জন। এরপর ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৪৭৫ জন।
উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এরপর সাত মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি। দীর্ঘ অপেক্ষার পর আজ সেই ফল প্রকাশ করা হলো।
শরিফুল হাসান: ফ্রিল্যান্স সাংবাদিক
Comments