বাংলাদেশি এনআইডি দিয়ে পাসপোর্টের আবেদন, রোহিঙ্গা যুবক আটক

ছবি: সংগৃহীত

বাংলাদেশি এনআইডি দিয়ে চট্টগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ।

ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও স্থানীয় সনদ দিয়ে পাসপোর্টের আবেদন করেন বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।

পাঁচলাইশ পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মাসুম হাসান বলেন, ‘ওবাইদুল হক বাংলাদেশি এনআইডি দেখিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। নিয়মানুযায়ী তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে রোহিঙ্গা ডাটাবেসের সঙ্গে যাচাই করা হলে তা মিলে যায়। রোহিঙ্গাদের ফিঙ্গার প্রিন্ট ডাটাবেস ও এনআইডি সার্ভারে ওবাইদুল হকের নাম একই। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। তার এনআইডি নম্বর ১৯৯৬১৫১৪৭৩২০০০৪১০। এতে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৯৬ সালের ১৮ এপ্রিল।

পাচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবুল কাশেম ভুইয়া জানান, তার বিরুদ্ধে জালিয়াতি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago