জেকেজির সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু

dr sabrina
জাল কোভিড-১৯ প্রতিবেদন দেওয়ার অভিযোগে ১২ জুলাই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ

কোভিড-১৯ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ড. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত।

এ মামলার অপর আসামিরা হলেন--সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, গ্রাফিক ডিজাইনার হুমায়ুন কবির হিমু এবং আরও চার কর্মচারী—হিমুর স্ত্রী তানজিনা পাটোয়ারী, জেবুন্নেসা রিমা, সাইদ চৌধুরী ও বিপ্লব দাস।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সরফুজ্জামান আনসারী আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর পর, সাবরিনাসহ আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। ন্যায়বিচারের দাবি জানান তারা।

আদালত এ মামলার শুনানির জন্য আগামী ২৭ আগস্ট তারিখ ধার্য করেন।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. লিয়াকত আলী গত ৫ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, সাবরিনা ও আরিফুলের নির্দেশে অপর আসামিরা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং জাল কোভিড-১৯ রিপোর্ট তৈরি করে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

5h ago