জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তকারী কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন। আমরা এ মামলায় তাকে গ্রেপ্তার দেখাব।’
সাবরিনা আরিফ চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের একজন নিবন্ধিত চিকিৎসক। সরকারি প্রতিষ্ঠানে কাজ করা সত্ত্বেও তিনি জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান হিসেবে গণমাধ্যমে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন।
পরে জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির খবর প্রচার হওয়ায় এ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
এর আগে, টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে তেজগাঁও বিভাগের পুলিশ ডা. সাবরিনা আরিফ চৌধুরীর স্বামী আরিফুল হক চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাকি চারজন হলেন- হুমায়ুন কবীর, তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, সাইদ চৌধুরী ও আলমান। এর মধ্যে হুমায়ুন ও তানজীনা একসময় জেকেজিতে কর্মরত ছিলেন। বাকি দুজন এখনো জেকেজিতে কর্মরত।
Comments