'জি র‍্যাপিড ডট ব্লট' কিট দিয়ে পরীক্ষা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

কাল থেকে নমুনা পরীক্ষা শুরু করছে না গণস্বাস্থ্য কেন্দ্র
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি জ্বর অনুভব করার পর গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষা করাই। আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে। বর্তমানে আমি বাড়িতে আইসোলেশনে আছি। আমি ভালো আছি। শারীরিক অন্য কোনো সমস্যা অনুভব করছি না।’

তিনি আরও বলেন, ‘শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন দিন সময় লাগে। ফলে অ্যান্টিবডি কিট দিয়ে পরীক্ষা করার জন্য আরও দুই দিন অপেক্ষা করতে হবে। পরশু অ্যান্টিবডি পরীক্ষা করব।’ 

আগামীকাল মঙ্গলবার থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে করোনা পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসকে ওষুধ প্রশাসন অধিদপ্তর আজ চিঠি দিয়ে এই পরীক্ষা শুরু না করার অনুরোধ জানিয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর চিঠিতে বলেছে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিটের কার্যকারিতা পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর কিটের রেজিস্ট্রেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিএসএমএমইউকে আমরা ৪০০ কিট দিয়েছি। এখন পর্যন্ত তারা ৩০০ কিট পরীক্ষা করেছে বলে জানতে পেরেছি। আমরা এখন সরকারকে চিঠি দিয়ে জানাব ৩০০ কিট পরীক্ষার ভিত্তিতেই আমাদের ফলাফল জানিয়ে দেওয়ার জন্য।’

বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার ফলাফল সম্পর্কে আপনারা কিছু জানতে পেরেছেন কি না? উত্তরে ডা. জাফরুল্লাহ বলেন, ‘জানা যাবে তারা যখন প্রতিবেদন দেবে তখন। তবে আমরা ধারণা করছি কিটের কার্যকারিতা পরীক্ষায় আমরা যে ফলাফল পেয়েছিলাম বিএসএমএমইউ একই ফলাফল পেয়েছে।’

আগামীকাল আপনাদের পরীক্ষা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত কী? উত্তরে তিনি বলেন, ‘যেহেতু ওষুধ প্রশাসন অধিদপ্তর চিঠি দিয়ে আমাদের পরীক্ষা শুরু না করার অনুরোধ করেছে সে কারণে আমরা পরীক্ষা শুরু করছি না। এই চিঠির পরিপ্রেক্ষিতে আশা করছি গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের বিষয়ে দ্রুতই আমরা ইতিবাচক সিদ্ধান্ত পাব।’

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago