অসচ্ছল খেলোয়াড়দের পাশে মানিকগঞ্জ ক্রীড়া সংস্থা

Manikganj DSA
ছবি: স্টার

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার ২২০ জন দুঃস্থ ও অসচ্ছল খেলোয়াড়কে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার বিকালে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রদীপ শিকদার রিপন, বাসুদেব সাহা, আনিসুর রহমান হিমু ও মশিউর রহমান শিমুল, ক্রিকেট কোচ সাঈদ খান মজলিশ ও সাইমুম মিয়া সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সুদেব কুমার সাহা জানান, প্রত্যেক খেলোয়াড়কে চাল, ডাল, আলু, আটা ও তেল দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

এর আগে, জেলা প্রশাসনের সহযোগিতায় মানিকগঞ্জের তিন শতাধিক বর্তমান এবং সাবেক খেলোয়াড়কে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago