করোনায় মারা গেলেন হকি দলের সাবেক গোলরক্ষকের বাবা
বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক জাহিদ হোসেনের বাবা মোহাম্মদ আসিফ হোসেন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আসিফের বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ায় গেল ২৬ এপ্রিল আসিফকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানকার ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তবে সাবেক গোলরক্ষক জাহিদ তার বাবার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে হাসপাতালটির চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দেওয়ার ব্যাপারে খুব বেশি মনোযোগ দিতে পারছেন না।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। গেল ১৬ এপ্রিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ফুটবল ক্লাবের সহ-সভাপতি আবুল কাশেম করোনাভাইরাস সংক্রান্ত জটিলতায় মারা যান।
Comments