আকাশে অজানা উড়ন্ত বস্তুর ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন
আকাশে অজানা উড়ন্ত বস্তু বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টের (ইউএফও) তিনটি ছোট ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সিএনএন বলছে, এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান ওই ভিডিওগুলো প্রকাশ করেছিল।
ভিডিওগুলোতে গোল চাকতির ন্যায় অতিদ্রুত ঘূর্ণায়মান কালো বস্তু দেখা যাচ্ছে। যেগুলো ধরা পড়েছে ইনফ্রারেড ক্যামেরায়।
এর মধ্যে দুটিতে ইউএফও’র অস্বাভাবিক দ্রুতগতিতে এগিয়ে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে ভিডিও ধারণকারীদের। তবে একজনকে বলতে শোনা যায়, এটি সম্ভবত কোনো ড্রোন হতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে ভিডিওগুলোর সত্যতা স্বীকার করেছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এখন অফিশিয়ালি সেগুলো প্রকাশ করেছে তারা।
পেন্টাগনের মুখপাত্র সুই গগ বলেছেন, ‘ভিডিওগুলো সঠিক কী না এবং এগুলোতে আরও কিছু রয়েছে কী না, সে সম্পর্কে জনমনে বিভ্রান্তি দূর করার জন্য সেগুলো প্রকাশ করা হয়েছে।’
Comments