দেশে এখন পর্যন্ত কারা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত?

প্রতীকী ছবি। (সংগৃহীত)

আপনি কি জানেন, বাংলাদেশে এখন পর্যন্ত কারা সবচেয়ে বেশি করোনাতে আক্রান্ত?

যদি ভাবেন যারা বিদেশ থেকে ফিরেছেন তারা তবে ভুল করবেন। যারা বিদেশ ফেরতদের সংস্পর্শে এসেছেন মূলত তাঁরাই করোনাতে আক্রান্ত।

গতকাল পর্যন্ত আক্রান্ত ৫৬ জনের তালিকা পর্যালাচনা করে দেখা গেছে মাত্র ১৬ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন আর ৪০ জন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষন করে দেখা যায়, আক্রান্ত ১৬ জনের মধ্যে ছয় জন ইতালি ফেরত, তিন জন যুক্তরাষ্ট্র ফেরত আর দুই জন সৌদি আরব ফেরত। আর একজন করে জার্মানি, বাহরাইন, ভারত, কুয়েত ও ফ্রান্স থেকে দেশে ফেরা।

আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, ‘মূলত যারা বিদেশ থেকে এসেছেন বা সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে তাদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে। বিশেষ করে যারা তাদের সংস্পর্শে এসেছেন। যেমন, একটি পরিবারে আমরা ছয় জনকে করোনা পজিটিভ পেয়েছি।’

দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় মার্চের ৮ তারিখে আর আজ শুক্রবার পর্যন্ত মারা গেছেন ছয় জন আর আক্রান্ত হয়েছে ৬১ জন।

সরকারের দেওয়া তথ্য মতে, আক্রান্তদের বয়স হিসাব করে দেখা গেছে যে সবচেয়ে বেশি ১৪ জন আক্রান্ত হয়েছে যাদের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তারপরেই রয়েছে যাদের বয়স ৪১-৫০ বছরের মধ্যে।

তবে যখন মৃতের বয়স দেখি তখন দেখতে পাই ছয় জনের বয়সে ছিলো ৬০ এর উপরে— যার মধ্যে চার জন পুরুষ ও দুই জন মহিলা।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৩২ জনের কোনো মৃত্যু ঝুঁকি ছিলো না।

আক্রান্তদের মধ্যে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি। মোট ৬১ জন রোগীর মধ্যে বেশির ভাগই পুরুষ। তবে ভালো সংবাদ হলো ইতোমধ্যে ২৬ জন করোনা রোগী সুস্থ হয়ে ফিরে গেছেন।

Comments

The Daily Star  | English
 Impact of higher interest rates bangladesh

Rising interest rates deter new investment, expansion plans

Rising rates are creating headwinds for at least 40 listed conglomerates

11h ago