করোনা আতঙ্কে স্থগিত বাংলাদেশ গেমসও

করোনাভাইরাসের কারণে আতঙ্কিত পুরো বিশ্ব। রীতিমতো মহামারী আকার ধারণ করেছে এই রোগ। ছড়িয়ে পড়েছে একের পর এক দেশে। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি স্থগিত হয়েছে। এবার স্থগিত করা হলো দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসও।

আগামী ১ এপ্রিল থেকে ৩১ ডিসিপ্লিন নিয়ে বাংলাদেশ গেমসের নবম আসর শুরু হওয়ার কথা ছিল। চলত ১০ এপ্রিল পর্যন্ত। তবে করোনাভাইরাস আতঙ্কে আপাতত এই ইভেন্ট হচ্ছে না বলেই জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বিওএ'র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এরপরই এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বিওএ সেক্রেটারি বশির আহমেদ বলেন, 'করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সকল আয়োজন পিছিয়ে গিয়েছে। বাংলাদেশ গেমসও এসব আয়োজনের অংশ ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত বাংলাদেশ গেমস স্থগিত রাখছি। আমরা আপনাদের পরবর্তী সময়ে নতুন তিন তারিখ জানিয়ে দেব।'

তবে প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমস পিছিয়ে দেওয়ার কথা বলেননি বলে জানান বশির। তবে বিওএর অফিশিয়ালদের খেলোয়াড়দের স্বাস্থ্যের যত্ন নিতে বলেছেন বলে জানান তিনি, 'খেলোয়াড়রাও করোনাভাইরাস নিয়ে খুব দুশ্চিন্তা করছে। আর তাতে তাদের স্বাভাবিক পারফরম্যান্সেও প্রভাব পড়বে।'

কদিন আগেই বাংলাদেশে শনাক্ত হয়েছেন তিনজন করোনাভাইরাস রোগী। এরপর গেমসের সাংগঠনিক কমিটির সভায় আলোচনা হয়েছিল- এ অবস্থায় গেমস করা যাবে কি না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে আপাতত স্থগিত করা হয় এ আসর।

Comments

The Daily Star  | English

Soft-spoken Prevost is first pope from the United States

The new Leo XIV, a Chicago native, was entrusted by his predecessor Francis

7m ago