টেনিসকে বিদায় বললেন শারাপোভা

maria sharapova
ছবি: এএফপি

ফর্ম ছিল তলানিতে, চোট জর্জর ক্যারিয়ার এমনিতেই থমকে গিয়েছিল। টেনিসের গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত মারিয়া শারাপোভা অবশেষে আর টানতে পারলেন না ক্যারিয়ার। ৩২ বছর বয়সী রুশ তারকা বলে দিলেন, ‘এবার বিদায় টেনিস।’

অবসরের ঘোষণা দিয়ে ভোগ ও ভ্যানেটি ফেয়ার সাময়িকীতে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা বলেছেন, ‘টেনিস, আমি তোমাকে বিদায় বলছি। ২৮ বছর ধরে খেলে পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের পর আমি এবার অন্য জগতে নতুন কিছু অর্জন করতে চাই।’

মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে হইচই ফেলে দেন শারাপোভা। টেনিসের মুন্সিয়ানার সঙ্গে গ্ল্যামার দিয়ে দ্রুতই তুমুল জনপ্রিয় হয়ে যান তিনি। ২০০১ সাল থেকে সর্বোচ্চ পর্যায়ের টেনিসে খেলা এই তারকা অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) ও ইউএস ওপেন (২০০৬) ছাড়াও জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেন (২০১২ ও ২০১৪)।

সাফল্যের সঙ্গে তার পাশে হেঁটেছে বিতর্কও। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ধরা পড়ে ১৫ মাস নিষিদ্ধ হয়েছিলেন। এরপর ফিরে এলেও চোট সঙ্গী হয় তার। সেই চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। ক্যারিয়ারের শেষ বেলায় র্যাঙ্কিংয়ে ৩৭৩ নম্বরে নেমে গিয়েছিলেন তিনি। জোর করে খেলা না চালিয়ে তাই বললেন, ‘বিদায়।’

Comments

The Daily Star  | English

Soft-spoken Prevost is first pope from the United States

The new Leo XIV, a Chicago native, was entrusted by his predecessor Francis

18m ago