সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহান নিহত

sohan
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বয়স মাত্র একুশ বছর। ছিলেন দারুণ সম্ভাবনাময়। নেপালে অনুষ্ঠিত হওয়া সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসেও (এসএ) খেলেছেন। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহানের প্রাণ।

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানসহ আরও একজন। আজ (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে দৌলতপুরের হোসেনাবাদ সেন্টার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরেকজন হলেন হৃদয় খান জয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুজ্জামান জানান, সোহান ও জয় মোটরসাইকেলে চড়ে স্থানীয় একটি বাজারের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে তারা হোসেনাবাদ সেন্টার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে দূরপাল্লার বাসকে অতিক্রম করতে যাচ্ছিলেন সোহান। কিন্তু বিপরীত দিক থেকে আসা একটি বালুর পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত হওয়ায় তাদের নিয়ে আসা হয় কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে। হাসপাতালে মারা যান জয়। আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য চিকিৎসকেরা সোহানকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু ঢাকায় আনার পথে মারা যান সোহান।

গত ছয় বছর বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় প্রতিযোগিতায় খেলেছেন সোহানুর। গত ডিসেম্বরে নেপালে হওয়া এসএ গেমসের বাংলাদেশ দলের প্রধান গোলরক্ষক ছিলেন সোহান। খেলেছেন পাকিস্তানে আন্তর্জাতিক যুব হ্যান্ডবল ট্রফিতে।

Comments

The Daily Star  | English

Soft-spoken Prevost is first pope from the United States

The new Leo XIV, a Chicago native, was entrusted by his predecessor Francis

12m ago