শীর্ষ খবর

মোদিকে টেক্কা দিয়ে কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী?

দিল্লি বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

দিল্লি বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

নিজেদের বুথ ফেরত জরিপের বরাতে এনডিটিভি জানায়, ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পেতে পারে ৫১টি আসন। এর বাইরে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৮টি এবং কংগ্রেস জিততে পারে একটি আসনে।

ভোটের ফল জানা যাবে ১১ ফেব্রুয়ারি। বুথ ফেরত জরিপের ফল মিলে গেলে টানা তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।

এ দিন টাইমস নাও-এর সমীক্ষায় দেখা যায়, ৪৪টিতে জয়ী হতে পারে কেজরিওয়ালের পার্টি। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের হিসাবে ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।

গত বছরের শেষদিকে ভারতে নাগরিকত্ব আইন সংশোধিত হলে সেটির বিরুদ্ধে তখন থেকেই বিক্ষোভ চলছে দিল্লিতে। নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে আন্দোলনের কারণে বিজেপি এবারের নির্বাচনে অগ্নিপরীক্ষার মুখে আছে। সিএএ-বিরোধী প্রচার থামাতে দিল্লির নির্বাচনে জয়লাভ করা খুবই প্রয়োজন বিজেপির। এ কারণেই এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন সেখানকার বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৬৭ আসনে আম আদমি পার্টি জয় পেয়েছিল। বাকি তিনটি আসন পেয়েছিল বিজেপি। গত বছর কেজরিওয়ালের দলের পক্ষে পড়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছিল ৩২ শতাংশ ভোট।

Comments

The Daily Star  | English

Be sincere to enhance agriculture production, alleviate poverty: PM

Prime Minister Sheikh Hasina today stressed the need for cooperatives in every area throughout the country to boost agricultural production, alleviate poverty and create scope for micro-savings

1h ago