ফুটবল বিশ্বকাপ, অলিম্পিকসহ ক্রীড়া আসরে নিষিদ্ধ রাশিয়া
আগামী চার বছরের জন্য বৈশ্বিক ক্রীড়া আসরে রাশিয়াকে নিষিদ্ধ করেছে বিশ্ব এন্টি ডোপিং সংস্থা। এই নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক ও ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিতে পারবে না আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশটি।
সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় এন্টি ডোপিং সংস্থা। ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকে পদক তালিকার শীর্ষে ছিল রাশিয়া। তখন তাদের অ্যাথলেটদের বিপক্ষে উঠে ডোপিংয়ের অভিযোগ।
২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিক চলাকালে রাশিয়ার অ্যাথলেটরা ডোপ পরীক্ষায় পজেটিভ প্রমাণ হয়েছিলেন। এরপর ট্রাক এন্ড ফিল্ডে তাদের অনুমতি দেওয়া হয়নি।
পরে অধিকতর তদন্তে মস্কোর বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে গবেষণাগারের ফল বদলে নেওয়ারও প্রমাণ পায় এন্টি ডোপিং সংস্থা। এর ভিত্তিতেই এল এই নিষেধাজ্ঞা।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২১ দিনের ভেতর আপিল করার সুযোগ আছে দেশটির। আপিল হলে তা নিরসর হবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে।
এই নিষেধাজ্ঞা বহাল থাকলে রাশিয়া ২০২২ সালের শীতকালীন অলিম্পিকেও অংশ নিতে পারবে না।
Comments