আর্চারিতে সোমা, সোহেল আনলেন আরও দুই সোনা
আগের দিন আর্চারির দলগত আর মিশ্র ইভেন্টে ছয় সোনায় উজ্জ্বল হয়েছিল বাংলাদেশের। এবার ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল থেকেও এলো সুখবর। আর্চারির নারী একক কম্পাউন্ডে সোনা জিতেছেন সোমা বিশ্বাস। পুরুষ একক কম্পাউন্ডের ফাইনালে সোনা জিতেছেন সোহেল রানা।
সোমবার সকালে ফাইনালে সোমা ১৪২-১৩৪ পয়েন্টে হারান শ্রীলঙ্কান প্রতিদ্বন্দ্বীকে। ভূটানের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সোহেল জেতেন ১৩৭-১৩৬ পয়েন্টে। এবারের দক্ষিণ এশিয়ান গেমসে এই নিয়ে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়াল ১৬টিতে।
বিদেশের মাটিতে কোন গেমসে সোনা জেতায় এরমধ্যে বাংলাদেশ গড়েছে রেকর্ড। এর আগে ১৯৯৫ সালে মাদ্রাজ গেমসে ৭টি সোনা জিতেছিল বাংলাদেশ। এবার ছাড়িয়ে গেল সেটিকে। দেশ-বিদেশ মিলিয়েই কোন গেমসে সর্বোচ্চ সোনা জেতার হাতছানি বাংলাদেশের সামনে। ২০১০ সালে দেশের মাঠে এসএ গেমসে ১৮টি সোনা জিতেছিল বাংলাদশ।
সোনা জেতার প্রতিক্রিয়ায় সোমা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরীক্ষার কারণে এসএ গেমসে তার অংশ নেওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। সব অনিশ্চয়তা দূর করে সেরা সাফল্য নিয়ে আবেগে ভাসছেন তিনি।
Comments