আর্চারির ৬ সোনায় উজ্জ্বল বাংলাদেশ

archery bangladesh
ছবি: আতিক আনাম

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের অষ্টম দিনে একের পর এক সোনা উপহার দিচ্ছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড দলগত ইভেন্টে ভুটানকে হারিয়েছে ছেলেরা। একই ইভেন্টে মেয়েরা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। মিশ্র দলগত ইভেন্টেও সেরা হয়েছে বাংলাদেশ।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে নেপালের পোখারায় ফাইনালে ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ভুটানের প্রতিযোগীদের ২২৬-২১৩ পয়েন্টে পরাস্ত করেছে আশিকুজ্জামান, সোহেল রানা ও অসিম কুমার দাসের সমন্বয়ে গঠিত দল।

আরেক ফাইনালে মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে লঙ্কান আর্চারদের ২২৬-২১৫ পয়েন্টে হারান বাংলাদেশের তিন প্রতিনিধি সুস্মিতা বণিক, শ্যামলি রায় ও সোমা বিশ্বাস।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে সোহেল-সুস্মিতা জুটি হারান নেপালের প্রতিযোগীদের। তারা সোনার পদক জেতেন ১৪৯-১৪০ পয়েন্টে।

এদিন বাংলাদেশ জিতেছে মোট সাতটি সোনা। এর ছয়টিই এসেছে আর্চারি থেকে। ছয়টি ইভেন্টের ফাইনালে উঠে প্রতিটিতে সেরা হয়েছেন বাংলাদেশের আর্চাররা। অন্যটি এসেছে মেয়েদের ক্রিকেট থেকে। সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা বেড়ে হলো ১৪টি।

দিনের প্রথম সোনা আসে পুরুষদের দলগত রিকার্ভে। রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জয়ী হন। তারা হারান শ্রীলঙ্কার আর্চারদের।

এরপর মেয়েদের দলগত রিকার্ভে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়ে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। লঙ্কানদের বিপক্ষে তারা জেতেন ৬-০ সেটে।

মিশ্র রিকার্ভ ইভেন্টে সেরা হয় রোমান-ইতির সমন্বয়ে গঠিত দল। তারা সোনা জয়ের লড়াইয়ে ভুটানের প্রতিযোগীদের ৬-২ সেটে পরাস্ত করেন।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেট এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশ। চরম উত্তেজনাপূর্ণ নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।

উল্লেখ্য, আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে আসেনি কোনো সুখবর।

আগের দিন গেরো খোলে, শেষ হয় অপেক্ষার পালা। তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।

Comments

The Daily Star  | English

For the poor, inflation means a daily struggle

As inflation greets Bangladeshis at breakfast time, even the humble paratha becomes a symbol of struggle. Once hearty and filling, it now arrives thinner and lighter -- a daily reminder of the unending calculations between hunger and affordability.

9h ago