এসএ গেমস: এয়ার পিস্তলে আরদিনার ইতিহাস
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের একক এয়ার পিস্তলে রুপা জিতে অনন্য কীর্তি গড়লেন আরদিনা ফেরদৌস আঁখি। প্রতিযোগিতার ইতিহাসে এই ইভেন্টে এবারই প্রথম বাংলাদেশের কোনো মেয়ে পদক জিতলেন।
নেপালের কাঠমুন্ডুর সাতদোবাতো ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার (৬ ডিসেম্বর) ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জিতেছেন ২৬ বছর বয়সী আরদিনা। ২৩৪ দশমিক ৬ পয়েন্ট পান তিনি। ২৩৮ দশমিক ৪ পয়েন্ট নিয়ে সোনা জেতেন ভারতের পারমানানথাম শ্রী।
এসএ গেমসের চলমান আসরে শ্যুটিং থেকে এটি বাংলাদেশের চতুর্থ রুপা। আগের তিনটি পদক এসেছিল দলগত ইভেন্ট থেকে।
দুজনের মধ্যে সোনার পদক জয়ের লড়াই শুরুর আগে পারমানানথামের চেয়ে মাত্র ০.৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন আরদিনা। তবে স্নায়ুচাপে ভুগে শেষ দুটি শটে হতাশ করেন বাংলাদেশের এই শ্যুটার।
রুপা জয়ের পর আরদিনা বলেছেন, ‘এই দিনটির জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। তিন বছর আগে (এসএ গেমসের আগের আসরে, গুয়াহাটিতে) আমি পদক জেতার মতো অবস্থানে ছিলাম। কিন্তু শেষ সময়ে আমার পিস্তলে সমস্যা দেখা দিয়েছিল। তাই আজ আমি কিছুটা শঙ্কিত ছিলাম এটা ভেবে যে আবারও যদি এমন কিছু ঘটে।’
Comments