এসএ গেমস: হাসপাতালে ভর্তি কারাতেতে স্বর্ণজয়ী প্রিয়া
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের জেতা চারটি স্বর্ণের একটি এসেছে মারজান আক্তার প্রিয়ার নৈপুণ্যে। তবে স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদকে নেওয়া হয়েছে হাসপাতালে। কারাতে ডিসিপ্লিনের নারী দলীয় কুমিতের সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিযোগীর বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পেয়েছেন তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) সেমিতে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। প্রতিদ্বন্দ্বিতার এক পর্যায়ে কানের নিচের দিকে বেশ জোরে আঘাত পান প্রিয়া। প্রায় সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে। তবে বর্তমানে তার শারীরিক পরিস্থিতি বেশ ভালো বলে নিশ্চিত করা হয়েছে কারাতে ফেডারেশনের পক্ষ থেকে।
হাসপাতালটির জরুরি বিভাগের মেডিক্যাল ইন-চার্জ ডাক্তার প্রাজ্বল শ্রেষ্ঠা জানিয়েছেন, ‘আমরা তাকে (প্রিয়া) পর্যবেক্ষণ করছি। তাকে কিছু ব্যথানাশক ঔষধ দেওয়া হয়েছে। এখন তিনি ভালো আছেন। তবে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা একজন স্নায়ু বিশেষজ্ঞকে ডেকেছি।’
সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়ে কারাতের নারী দলীয় কুমিতের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু স্বর্ণ জেতা হয়নি তাদের। পাকিস্তান নারী দলের কাছে একই ব্যবধানে হেরে গেছে তারা।
উল্লেখ্য, আগের দিন নারী এককে অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে স্বর্ণ জিতেছিলেন প্রিয়া। ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছিলেন তিনি।
Comments