এসএ গেমস: হুমায়রার হাত ধরে চতুর্থ স্বর্ণ

humayra aktar antara
ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

আগের দিন হুমায়রা আক্তার অন্তরার নৈপুণ্যে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে প্রথম পদক জিতেছিল বাংলাদেশ। কারাতেতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এদিন নিজেকে ছাড়িয়ে আরও উঁচুতে উঠেছেন এই ক্রীড়াবিদ। কারাতের কুমি ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশের স্বর্ণ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার-এ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিনে সাতদোবাতো স্পোর্টস কমপ্লেক্সে অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতে নিয়েছেন হুমায়রা। তিনি ফাইনালে হারিয়েছেন নেপালের অনু গুরুংকে। জিতেছেন ৫-২ পয়েন্টে।

এদিন সকালে মোট তিনটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। সবগুলো পদক এসেছে কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্ট থেকে। পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আল আমিন। তিনি ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়েছেন।

নারী এককে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতে দেশকে গর্বিত করেছেন মারজান আক্তার প্রিয়া। তিনি ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন।

আগের দিন দুপুরে তায়কোয়ান্দো ইভেন্টে আসরের প্রথম স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তায়কোয়ান্দোর ২৯ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের পুমসে ক্যাটাগরিতে পদক জিতেছিলেন দিপু চাকমা।

আরও পড়ুন: এসএ গেমস: বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন দিপু চাকমা

এসএ গেমস: দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল-আমিন

এসএ গেমস: প্রিয়ার স্বর্ণে গর্বিত বাংলাদেশ

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago