জাতীয় দাবার শিরোপা পুনরুদ্ধার করলেন নিয়াজ
দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ জাতীয় দাবার ৪৫তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১২ সালের পর সাত বছর বিরতিতে ফের সেরার মুকুট মাথায় তুলেছেন বাংলাদেশ আনসারের হয়ে অংশ নেওয়া এই তারকা দাবাড়ু।
রাজধানী ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনে সোমবার (১১ নভেম্বর) দশম ও শেষ রাউন্ডে চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার নয় বছর বয়সী মনন রেজা নীড়কে হারান নিয়াজ। ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
জাতীয় দাবায় এটি ৫৩ বছর বয়সী নিয়াজের ষষ্ঠ শিরোপা। ৪০ বছর আগে ১৯৭৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেসময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।
শেষ রাউন্ডের প্রতিপক্ষ নীড়কে নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই বর্ষীয়ান দাবাড়ু, ‘আমি নীড়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি আশা করব, ও ১৫ বছর বয়সের ভেতরে গ্র্যান্ডমাস্টার হবে। এই যুগে ২০ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়াটা যথেষ্ট না। কিন্তু সেটা অর্জন করতে হলে তাকে খেলার বিষয়ে আরও জ্ঞান আহরণ করতে হবে এবং আরও বেশি সহযোগিতাও পেতে হবে।’
প্রথম চার রাউন্ডে টানা জয় দিয়ে এবারের আসর শুরু করেছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ। পরের চার রাউন্ডে ছন্দ হারিয়ে টানা ড্র করেন তিনি। শেষ দুই রাউন্ডে আবার টানা জিতে অপরাজিতভাবে আসর শেষ করেছেন তিনি।
এবার ৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব রানারআপ ও বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান তৃতীয় হয়েছেন।
উল্লেখ্য, জাতীয় দাবার এই আসরে প্রথমবারের মতো বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের সবাই অংশ নেন। গেলবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন।
Comments