এফডিসিতে এতো আইনকানুনের মধ্য দিয়ে আসতে হবে কেনো: শাকিব

আজ (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে ভোট দিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকেন শিল্পীরা।
Shakib-1.jpg
২৫ অক্টোবর ২০১৯, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিত্রনায়ক শাকিব খান। ছবি: জাহিদ আকবর/স্টার

আজ (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে ভোট দিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকেন শিল্পীরা।

বিকাল চারটায় ভোট দিতে এফডিসিতে আসেন নায়ক শাকিব খান। মুহূর্তেই বদলে যায় এফডিসির চিত্র। অসংখ্য শিল্পী চারদিক থেকে ঘিরে রাখেন তাকে।

ভোট দিতে এসে শাকিব খান বলেন, “আমি এফডিসির একজন শিল্পী। এফডিসি আমার জায়গা। এখানে আমাকে এতো আইনকানুনের মধ্য দিয়ে আসতে হবে কেনো?”

তিনি আরও বলেন, “এফডিসি শিল্পচর্চার জায়গা, এখানে এতো আইনকানুন থাকবে কেনো?”

নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের শাকিব খান বলেন, “নির্বাচনের পরিবেশ বেশ ভালো। অন্যান্য বারের চেয়ে বিশৃঙ্খলা কম। যেই জয়ী হোন না কেনো, আশাকরি আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করবেন।”

Comments

The Daily Star  | English

Bangladesh approves export of 3,000 tonnes of hilsa to India for Durga Puja

The government has approved the export of 3,000 tonnes of hilsa fish to India on the occasion of Durga Puja, the commerce ministry said in a statement today

3h ago