স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখার উদ্বোধন আজ

স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা আগামীকাল দর্শকের জন্য খুলে দেওয়া হবে। রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হচ্ছে তা।
Star-Cineplex-1.jpg
ছবি: সংগৃহীত

স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা আগামীকাল দর্শকের জন্য খুলে দেওয়া হবে। রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হচ্ছে তা।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (১৯ অক্টোবর) সন্ধ্যায় এর উদ্বোধন করা হবে। আগামীকাল থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন। এটি স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।

দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু হয় স্টার সিনেপ্লেক্সের। পথচলার ১৫ বছর পেরিয়ে ৮ অক্টোবর ১৬ বছরে পদার্পণ করেছে এটি। এ উপলক্ষে দর্শকদের জন্য আরও একটি নতুন শাখা উপহার দিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, নতুন সিনেপ্লেক্সে মোট তিনটি হল থাকবে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। এখানে তিন ক্যাটাগরির আসনবিন্যাস থাকবে।

তিনি বলেন, “দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই।”

Comments

The Daily Star  | English

Decision to suspend all political activities on DU campus a bad move: Fakhrul

The BNP leader said this issue cannot be resolved forcibly or through imposing restrictions

1h ago