বুয়েটে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ, ১৯ আসামি বহিষ্কার

Buet-VC-Final-1.jpg
১১ অক্টোবর ২০১৯, আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে আলোচনার জন্য তাদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। ছবি: পলাশ খান/স্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আবরার ফাহাদ হত্যার এজাহারভুক্ত ১৯ আসামিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ (১১ অক্টোবর) বিকালে বুয়েট অডিটোরিয়ামে ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

সেসময় তিনি বলেন, “আবরার ফাহাদ হত্যার এজাহারভুক্ত ১৯ আসামিকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং আমি আমার ক্ষমতাবলে- এ বিশ্ববিদ্যালয়ে সকল সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, “আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে র‌্যাগিং বন্ধ হবে।”

উপাচার্য জানান, সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আশ্বস্ত করেছে।

শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট উপাচার্যের বৈঠক শেষ হয় রাত ৮টায়।

আরও পড়ুন:

বুয়েটে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

আবরার হত্যায় আসামি জিয়নের স্বীকারোক্তি

‘সব বিশ্ববিদ্যালয়-কলেজের ছেলেরা আমার ছেলে, ওদের ওপর যেনো অত্যাচার না হয়’

আবরার হত্যা: অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে

বুয়েটের আবাসিক হলে নির্যাতনের অভিজ্ঞতা

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

15m ago