‘হাওয়া’-য় চঞ্চল চৌধুরী

নিজের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ নির্মাণের ঘোষণা দিয়েছেন মেজবাউর রহমান সুমন। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হবে ছবিটির শুটিং।
chanchal chowdhury
চঞ্চল চৌধুরী। ছবি: স্টার

নিজের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ নির্মাণের ঘোষণা দিয়েছেন মেজবাউর রহমান সুমন। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হবে ছবিটির শুটিং।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল চৌধুরী। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক।

মেজবাউর রহমান সুমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ হবে একালের রূপকথার গল্প। যার প্রধান উপাদান সমুদ্র, ঢেউ আর একটি ট্রলার। সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে এই গল্প তৈরি করা হয়েছে। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প।”

চলচ্চিত্রটিতে “সমুদ্র পাড়ের মানুষ প্রধান উপজীব্য হলেও তা সমুদ্র পাড়ের গল্প নয় বরং সমুদ্রের গল্প,” উল্লেখ করে তিনি বলেন, “একটি মৌলিক গল্প সিনেমার মাধ্যমে জানাতে চাই।”

ছবিটির চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু। ‘হাওয়া’ প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

1h ago