কেমন আছেন এটিএম শামসুজ্জামান?

গত দুই ঈদ হাসপাতালে কেটেছে অভিনেতা এটিএম শামসুজ্জামানের। গত ২৬ এপ্রিল থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের পর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন এই অভিনেতা।
atm shamsuzzaman
এটিএম শামসুজ্জামান। স্টার ফাইল ছবি

গত দুই ঈদ হাসপাতালে কেটেছে অভিনেতা এটিএম শামসুজ্জামানের। গত ২৬ এপ্রিল থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের পর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন এই অভিনেতা।

আজ (১৯ আগস্ট) এটিএম শামসুজ্জামানের বর্তমান অবস্থা নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে তার মেজো মেয়ে কোয়েল বলেন, “আমার বাবা এখন কিছুটা ভালো আছেন। ঈদুল আজহার আগে যে অপারেশন হয়েছিলো তা সফল হয়েছে। ঈদের আগের দিন আইসিইউ থেকে উনাকে কেবিনে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালেও অনেক বই পড়েন বাবা। যখন যে বই পড়তে চান, আম্মা বাসা থেকে তা এনে দেন। বাবাকে যারা দেখতে আসছেন অনেকেই বই নিয়ে এসেছেন। সেগুলোও পড়ছেন বাবা। সবাই বাবার জন্য দোয়া করবেন, উনি যেনো সুস্থ থাকেন, ভালো থাকেন।”

গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।

অভিনেতা এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদকও পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

2h ago