দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ডি কক, বাদ ডু প্লেসি

Quinton de Kock
ফাইল ছবি: এএফপি

ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন ওপেনার কুইন্টেন ডি কক। ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ফরম্যাটে দলটির আগের অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে ডু প্লেসি আছেন টেস্ট দলের নেতৃত্বে।

১৫ সেপ্টেম্বর থেকে ভারতে তিন টি-টোয়েন্টি ও তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার বিয়ন ফোরটান। এই ফরম্যাটে ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেনকে করা হয়েছে সহ-অধিনায়ক। এই সংস্করণ থেকে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি বাদই পড়েছেন ফাফ ডু প্লেসি।  

তবে টেস্ট দলে ডু প্লেসি থাকছেন আগের মতই অধিনায়ক। আ সহ অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে টেস্ট দলে এসেছেন স্পিনিং অলরাউন্ডার সুতুরান মুথুসামি ও উইকেটরক্ষক রুডি সেকন্ড।

টেস্টের দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবাইর হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ভারনন ফিল্যান্ডার, ড্যান পিট, কাগিসো রাবাদা, রুডি সেকন্ড। 

টি-টোয়েন্টির দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন (সহ-অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, জন-জন স্মাটস।

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

9h ago