নির্বাচিত রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ ২২ শ্রাবণ। এ উপলক্ষে কবির রচনা নিয়ে চ্যানেলজুড়ে থাকছে বিভিন্ন আয়োজন। সেখান থেকে তুলে ধরা হলো নির্বাচিত কয়েকটি অনুষ্ঠানের সংবাদ।
উদ্ধার
বিটিভিতে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘উদ্ধার’। নাটকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে আহসান হাবিব নাসিমকে। আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নাদিয়া। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।
তুমি রবে নীরবে
চ্যানেল আইয়ে আজ বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘তুমি রবে নীরবে’ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন তিশা, অমৃতা চট্টোপাধ্যায়, ইরফান সাজ্জাদ প্রমুখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী।
আমার আকাশ ভরলো আলোয়
আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে কণ্ঠশিল্পী জয়তী চক্রবর্তীর একক সংগীতানুষ্ঠান ‘আকাশ আমার ভরলো আলোয়’। পরিবেশনায় থাকছে রবি ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন শাহরিয়ার ইসলাম।
অনন্ত শ্রদ্ধায় রবীন্দ্রনাথ
বিশ্বকবি স্মরণে মাছরাঙা টিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘অনন্ত শ্রদ্ধায় রবীন্দ্রনাথ’। সামিউল পোলাকের উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন শ্রেয়া গুহঠাকুরতা।
আজি এ প্রভাতে রবির কর
বাংলাভিশনে আজ বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘আজি এ প্রভাতে রবির কর’। এতে অতিথি হিসেবে থাকছেন বিশ্বজিৎ ঘোষ ও রবীন্দ্র দেবলিনা সুর। সঞ্চালনায় থাকছেন শিমুল মুস্তাফা।
Comments