বছরে ২টি ছবি প্রযোজনা করার দাবি

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হয়ে গেছে। প্রথম ধাপের নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে ভোটের মাধ্যমে দ্বিতীয় ধাপে নয় জনের কমিটি গঠন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বিএফডিসিতে।
Producers association
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম ও অনান্যরা। ছবি: স্টার

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হয়ে গেছে। প্রথম ধাপের নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে ভোটের মাধ্যমে দ্বিতীয় ধাপে নয় জনের কমিটি গঠন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বিএফডিসিতে।

নির্বাচন চলে যাওয়া সাথে সাথেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অনেকের আগ্রহ, তাহলে কী এখন সিনেমায় সুদিন ফিরবে? যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বছরে দুটি করে ছবি প্রযোজনা করার দাবি জানিয়েছেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দীর্ঘ সাতবছর পর দুই বছরের জন্যে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত জন সামসুল আলম।

ঊর্ধ্বতন সহসভাপতি নির্বাচিত হয়েছেন কামাল কিবরিয়া লিপু, সহসভাপতি শহিদুল আলম সাচ্চু, সহকারী সাধারণ সম্পাদক মো. ইকবাল ও আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ মেহেদি হাসান সিদ্দিকী মনির, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক মোরশেদ খান হিমেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইলা জাহান নদী।

উল্লেখ্য, গত ২৮ জুলাই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচিত ১৯ জনের নাম ঘোষণা করেন। এই নির্বাচিতরা বাকি নয়জনকে নির্বাচিত করেছেন।

ক্যাপশন: চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম ও অনান্যরা। ছবি: স্টার

Comments

The Daily Star  | English

Classes resume in DU after over 3 months

Classes and exams began around 10:00am, with students from dormitories and off-campus locations returning to participate

6m ago