৭ বছর বন্ধের পর নির্বাচন

সাত বছর পর দুই বছরের জন্যে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন। মামলা ও নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ ছিলো এই নির্বাচন।
Producer Samity
প্রযোজক সমিতির নির্বাচনে শাকিব খান, ববি, খোরশেদ আলম খসরু, ড্যানি সিডাক, সনেট প্রমুখ। ছবি: স্টার

সাত বছর পর দুই বছরের জন্যে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন। মামলা ও নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ ছিলো এই নির্বাচন।

গতকাল (২৮ জুলাই) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল নির্বাচিত ১৯ জন প্রযোজকের নাম ঘোষণা করেন।

নির্বাচিত প্রযোজকরা হলেন: খোরশেদ আলম খসরু, সামসুল আলম, ইস্পাহানী, কামাল মোহাম্মাদ লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, মোর্শেদ খান হিমেল, রশীদুল আমিন হলি, জাহিদ হোসেন, এজে রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল লিপু, অপূর্ব রানা, নাদির খান, শহিদুল আলম, ইকবাল হোসেন জয়, ইলা, ড্যানি সিডাক এবং আলিমুল্লাহ খোকন।

প্রথম ধাপের নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে দ্বিতীয় ধাপে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদের প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। এছাড়াও, সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব) এবং মো. খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আবদুর রহিম খান (যুগ্ম সচিব), সদস্য আবদুছ সামাদ আল আজাদ (যুগ্মসচিব) এবং সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

4h ago