বগুড়ায় বানভাসি মানুষের কষ্ট চরমে
পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদ-নদীতে পানি আরও বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে বগুড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন ৮০ হাজারেরও বেশি। সারিয়াকান্দি উপজেলায় বন্যা কবলিত নয়টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। অনেকেই পরিবারসহ ছোট ছোট নৌকায় আশ্রয় নিয়েছেন। সেখানেই অনাহারে-অর্ধাহারে চলছে তাদের জীবন-যাপন।
Comments