সুন্দরবনে র‌্যাবের অভিযানের গল্প সিনেমায়

পরিচালক দীপংকর দীপনের দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এবার র‌্যাবের অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করবেন ঢাকা অ্যাটাক’-খ্যাত এই পরিচালক। নতুন ছবিটির গল্প নির্মিত হবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার উপাখ্যান নিয়ে।
Operation Sundarbans

পরিচালক দীপংকর দীপনের দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এবার র‌্যাবের অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করবেন ঢাকা অ্যাটাক’-খ্যাত এই পরিচালক। নতুন ছবিটির গল্প নির্মিত হবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার উপাখ্যান নিয়ে।

গত ১৩ জুন রাজধানীর অভিজাত একটি রেস্টুরেন্টে সিনেমাটি নির্মাণের জন্য র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও র‌্যাবের এডিজি (অপস) জাহাঙ্গীর আলম।

পরিচালক দীপংকর দীপন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিশ্বের সবচেয়ে বড় প্যারাবন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিলো। এটি ছিলো সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এখন সুন্দরবন দস্যুশূন্য। এটি সম্ভব হয়েছে র‌্যাবের চৌকস বাহিনীর একের পর এক দুঃসাহসিক অভিযানের কারণে। সেই সব অভিযান নিয়েই আমার নতুন ছবি।”

Comments

The Daily Star  | English
Who is Kalpana Chakma?

Who is Kalpana Chakma?

As a “new” Bangladesh emerges, knowing who Kalpana Chakma is becomes crucial in understanding our shared history

3h ago